আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন, ২০১৮

ভিডিও গেমেও বন্দুকবাজ, আপত্তি

স্কুলে বন্দুকবাজের হামলা নিয়ে এমনিতেই সন্ত্রস্ত আমেরিকা। তার উপরে ভিডিয়ো গেমের কল্পদুনিয়ায় যদি স্কুলে হামলা চালানোরই ছবি ভেসে ওঠে? ‘অ্যাক্টিভ শ্যুটার’ নামে একটি ভিডিও গেমে তেমনটাই হতে চলেছে বলে দাবি। এটি বাজারে এখনো আসেনি, তবে তার আগেই খেলাটি নিয়ে অনলাইনে আপত্তি উঠেছে। একটি ব্রিটিশ ট্যাবলয়েডের খবর অনুযায়ী, এই গেমে হয় খেলোয়াড় হবে মার্কিন সোয়াট বাহিনীর সদস্য, যে কিনা স্কুলে চলতে থাকা বন্দুকবাজের হামলা থামানোর চেষ্টা করছে। নয়তো খেলোয়াড় নিজেই হবে বন্দুকবাজ! হামলাকারী হিসেবে গেম খেললে স্ক্রিনে দেখানো হবে, নির্ধারিত সময়ে মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন পুলিশ অফিসারকে সে হত্যা করছে। এই খবর প্রকাশ্যে আসতেই অস্ত্রবিরোধী সংগঠন ‘ইনফার ট্রাস্ট’ জানিয়েছে, আমেরিকার মতো দেশে এ বছরের গোড়া থেকে অন্তত ২২টি হামলা হয়েছে। সেই হত্যালীলার কথা মাথায় রাখলে এই খেলা ‘ভয়াবহ’ এবং ‘নিম্ন রুচির’ পরিচায়ক। ‘অ্যাক্টিভ শ্যুটার’ খেলা শুরু হলেই ঘোষণা শোনা যাবে, ‘নিজের ভূমিকা বেছে নাও। তৈরি হও, লড়াই করো বা ধ্বংস! তার পর দাবি, ‘অ্যাক্টিভ শ্যুটার’-ই তোমায় একমাত্র বেছে নেওয়ার সুযোগ দেবে সোয়াট সদস্য হবে নাকি শ্যুটার! এসব তথ্য জানার পরে ‘ইনফার ট্রাস্ট’ অনলাইন গেম সংস্থাকে সম্প্রতি (যেখানে এই গেমটি কিনতে পাওয়া যাবে) বলেছে, অবিলম্বে এই গেম সরিয়ে নিতে।

আগামী ৬ জুন এটি বিশ্ব জুড়ে বিক্রির জন্য অনলাইনে পাওয়া যাবে বলে সিদ্ধান্ত ছিল। ‘ইনফার ট্রাস্ট’-এর মুখপাত্র বলেছেন, ‘একের পর এক শিশু মৃত্যুর পরেও কেউ কিভাবে এত অনুভূতিহীন হয়?’ সমালোচনার মুখে পড়ে ‘অ্যাক্টিভ শ্যুটার’-এর নির্মাতারা বলছেন, ‘আমরা হিংসামূলক কিছু প্রচার করছি না। কিন্তু এত আপত্তি উঠছে যখন, এই গেম থেকে আমরা বন্দুকবাজকে সরিয়ে দেওয়ার কথা ভাবব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist