আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মে, ২০১৮

রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ

দেড় সহস্রাধিক নেতাকর্মী আটক

রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ থেকে এক হাজার ৬০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনি রয়েছেন।

গত শনিবার মস্কোসহ রাশিয়ার ৯০টিরও বেশি শহরে পুতিনবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুতিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সেøাগান দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভøাদিমির পুতিনের অভিষেকের পরিপ্রেক্ষিতে অ্যালেক্সি নাভালনি এ বিক্ষোভের ডাক দেন। আটক হওয়ার আগে মস্কোর কেন্দ্রস্থলে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত নির্বাচনে অংশ নিতে পারেননি নাভালনি। তবে তিনি ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। মস্কোর পুশকিন স্কয়ার থেকে নাভালনিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন ভøাদিমির পুতিন। মেয়াদ শেষ করতে পারলে ২৪ বছর রাশিয়ার ক্ষমতায় থাকার গৌরব অর্জন করবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist