আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৮

ইন্দোনেশিয়ায় চোলাই মদ পানে অর্ধশতাধিক মৃত্যু

ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি চোলাই মদ পান করে ৫০ জনেরও বেশি লোক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আরো বহুল লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওই মদ তৈরিতে মশার ওষুধসহ দূষিত বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছিল। এসব মদ তৈরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাজধানী জাকার্তা ও পাশের একটি প্রদেশ থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করেছে। ওই পানীয়তে প্রাণঘাতী মিথানল উৎপন্ন হয় না। এর উপাদানগুলোর (যেগুলোর মধ্যে পোকা তাড়ানোর জন্য পরিচিত একটি ওষুধও ছিল) বিষক্রিয়ায় ওই ব্যক্তিরা মারা গেছেন তা পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র ত্রুনোইউদো উইসনু আন্দিকো বলেছেন, এটি বিভিন্ন উপদানের মিশ্রণ ছিল যা খাওয়ার উপযুক্ত ছিল না।

এর উপাদানগুলো নির্দিষ্ট করার জন্য আমরা এখনো পরীক্ষা চালিয়ে যাচ্ছি।

এ ঘটনার পর কর্তৃপক্ষ রাস্তার পাশের দোকানগুলোতে অভিযান চালিয়ে হাজার হাজার বোতল চোলাই মদ ধ্বংস করেছে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে সম্প্রচারিত ছবিতে বেশ কয়েকটি শহরের হাসপাতাল মর্গের সামনে প্রিয়জনের লাশের জন্য স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় মদের ওপর উচ্চ কর আরোপ করা হয়েছে। এর ফলে স্বল্প আয়ের মানুষরা প্রায়ই সস্তা দরের চোলাই মদ কিনে পান করে থাকেন।

দেশটিতে এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায়ই খবরের কাগজের শিরোনাম হয়। কিন্তু এবারের ঘটনায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৬ সালে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে দেশটিতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist