আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০১৮

সিরিয়ায় কুর্দি অবস্থানগুলোর ওপর বোমা ফেলছে তুরস্ক

তুরস্ক উত্তর সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। এর ফলে সিরিয়ার সাত বছরের সংঘাতে এখন আরো একটি যুদ্ধক্ষেত্র যোগ হলো। তুরস্কের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আফরিন অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। গত কয়েক দিন ধরেই তুরস্ক সেখানে কুর্দি অবস্থানগুলোর ওপর কামানের গোলাবর্ষণ করছিল।

সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’। তুর্কী সেনাবাহিনী বলছে গ্রিনিচ মান সময় দুপুর ২টায় তাদের অভিযান শুরু হয়। মূলত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের এই অভিযানের লক্ষ্য। সংবাদদাতারা জানাচ্ছেন, তুর্কী যুদ্ধ বিমানগুলো আফরিন অঞ্চলের কুর্দি অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। কুর্দি গোষ্ঠী ওয়াইপিজি বলছে, কয়েকটি গ্রামে এবং আফরিন শহরে বিমান হামলা হয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও কুর্দিদের বিরুদ্ধে তার দেশের স্থল অভিযান শুরু হয়েছে বলে ঘোষণা দেন। তিনি সিরিয়ার এই কুর্দি মিলিশিয়াদেরকে সন্ত্রাসী বলে বর্ণনা করেন, এবং বলেন, এরা আসলে তুরস্কের ভেতর সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী পিকেকের অংশ।

তিনি আরো বলেন, পশ্চিম দিকে শুরু হওয়া এই অভিযান পরে উত্তর দিকে মনবিজ শহরকে টার্গেট করেও চালানো হবে, এবং কুর্দিদের পুরো করিডোরটি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে রাশিয়া তুরস্কের এই অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষের প্রতি সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও এ ধরনের অভিযানে না যাওয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist