প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০২৪

বিরল

সন্ধ্যার আকাশে আস্ত গোলাপি চাঁদ

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। গতকাল বুধবার সন্ধ্যার আকাশে মিলল পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের দেখা। পূর্ণিমার এ গোলাপি চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। পরিপূর্ণভাবে গোলাপি চাঁদ উপভোগ করতে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের ছাদে বসানো হয় শক্তিশালী টেলিস্কোপ। গোলাপি চাঁদের শোভা উপভোগ করতে উৎসুক অনেকে জড়ো হন রাজধানীর হাতিরঝিলে, খোলা আকাশের নিচে।

চলতি মাসের শুরুর দিকে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে উত্তর আমেরিকা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে দেখা গিয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশ্বের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ওই সূর্যগ্রহণ দেখতে না পেলেও এবার গোলাপি চাঁদ দেখতে পাচ্ছেন আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় বাসিন্দারা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, এবার বিশ্বজুড়ে আকাশপ্রেমীরা গোলাপি চাঁদের দেখা পাবেন পরিপূর্ণ অবয়বেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে পিঙ্ক মুন দেখতে পান দেশটির বাসিন্দারা। এশিয়ার মানুষ দেখতে পান বুধবার সন্ধ্যায়। মূলত বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ চাঁদ দেখা যাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে।

বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জানায়, বুধবার সূর্যাস্তের পর গোলাপি চাঁদ দেখা যায়। সূর্যাস্তের পরবর্তী ২ ঘণ্টা পর্যন্ত এ চাঁদ দেখা যায় আকাশে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদ কিছুটা গোলাপি আভার দেখা যায়। আর এ সময় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি আসে বলে চাঁদের আকারও কিছুটা বড় দেখায়। এটি পিঙ্ক মুন বা ফুল পিঙ্ক মুন নামেই পরিচিত। তবে দেশে দেশে আরো নানা নামে এটি পরিচিত; যেমন এগ মুন, ফিশ মুন, স্প্রাউট মুন, ফেস্টিভাল মুন, ব্রেকিং আইস মুন, বডিং মুন, বিগিনিং মুন ইত্যাদি।

চাঁদ কেন গোলাপি? জ্যোতির্বিজ্ঞানীরা আরো জানান, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের আবহে অনেক সময় চাঁদের রঙে দৃশ্যমান পরিবর্তন দৃষ্টিগ্রাহ্য যায়। বিভিন্ন গ্যাস, ধোঁয়া ও দূষণের কারণে পৃথিবীতে আলোর রশ্মি পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। এভাবে বাধাগ্রস্ত আলো নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বিক্ষিপ্ত হয়ে পৃথিবীতে আসে। বিজ্ঞানীরা জানান, গ্যাস, ধূলি-ধোঁয়ার দূষণ পেরিয়ে সবচেয়ে দ্রুত নীল রংকে বিক্ষিপ্ত হতে দেখা যায়। লাল রংও যেতে পারে বহু দূরে। জ্যোতির্বিদ্যার ভাষায় এমন পরিস্থিতিতে বলা হয়, ‘রিলে স্ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণ’। এ কারণে চাঁদকে অনেক সময় পৃথিবী থেকে নীল, হালকা নীল, বাদামি, সোনালি, গোলাপি, রূপালি, হালকা হলুদসহ আরো কাছাকাছি রঙের দেখায়। আর সেই আলোর বিচ্ছুরণের হেরফেরের কারণে চাঁদকে দেখা গেল কিছুটা গোলাপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close