প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ২০ মে। ইতিহাসের এই দিনটি বিভিন্ন কারণে প্রসিদ্ধ। এই দিনে দুনিয়ার বিভিন্ন দেশে ঘটেছিল নানা ঘটনা। এসব ঘটনা দেশে রাজনীতি ও সমাজ জীবনে ফেলেছিল নানামুখী প্রভাব। আসুন জেনে নিই সেসব ঘটনা প্রসঙ্গে।

১২৯৩ : জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ৩০ হাজার লোকের মৃত্যু হয়।

১৪৯৮ : ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।

১৬০৯ : শেকসপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।

১৮৬৭ : মহারানি ভিক্টোরিয়া এক বিশেষ অনুষ্ঠানে রয়েল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

১৯০২ : কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।

১৯১০ : টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।

১৯৩২ : ইয়ারহার্ট প্রথম মহিলা ?যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।

১৯৩৪ : সীমান্ত বিরোধ নিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।

১৯৩৯ : আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।

১৯৫৪ : পাকিস্তানে ৯২ ‘ক’ ধারায় গভর্নর শাসন জারি এবং পূর্বপাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close