প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০২২

হালকা বৃষ্টির আভাস উত্তরে শৈত্যপ্রবাহ

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৪ দশমিক শূন্য। পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া তেঁতুলিয়া ও নীলফামারীসহ দেশের উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :

তেঁতুলিয়া (পঞ্চগড়) : মাঘের কনকনে শীত, কুয়াশা আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দারা। দুর্দশায় পড়েছে হতদরিদ্ররা। তাদের অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না। বৃহস্পতিবার সকাল ৯টায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তাপমাত্রার এই গাণিতিক রেকর্ডের চেয়েও বেশি শীত অনুভব হচ্ছে বলে জানিয়েছে এলাকার মানুষ। দুদিন ধরেই ভোর থেকে দুপুর পর্যন্ত থাকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে। গতকাল সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। রাত ৮টার পর ফাঁকা হতে থাকে শহরের বাজারঘাট। শীতে বেশি কাতর বয়োজেষ্ঠ্যরা। হাসপাতাল, ক্লিনিকগুলোতে দেখা গেছে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড়।

নীলফামারী : নীলফামারীর এলাকা দুদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। গতকাল সকাল ৬টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অধিদপ্তর ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করেছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা লোকমান হাকিম জানান, মেঘাচ্ছন্ন আকাশের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে। বেকায়দায় পড়েছে দিনমজুর-খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জেলায় ৪১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে জেলা ত্রাণভান্ডার। প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানান সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close