চট্টগ্রাম ব্যুরো

  ২৪ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম মেডিকেলে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার ৩০

ছাত্র সংঘর্ষের জেরে সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আগামী ২৭ নভেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি সংঘর্ষে জড়িত ৩০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চমেক অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ ও ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার বলেন, কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীদের হল খুলে দেওয়া হবে। ছাত্রদের হল বন্ধ থাকবে। এ ছাড়া ছেলেদের হলের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে। নতুন করে সিট বরাদ্দ দিয়ে হল খোলা হবে। এর জন্য আবেদন করতে হবে। কলেজ খোলা থাকলেও ছেলেদের হল বন্ধ থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close