রাজবাড়ী প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৯

২৪ কেজি, দাম ৪৮ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর বেথুরি এলাকায় ২৪ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে মাছটি এক শিপিং ব্যবসায়ী কিনেছেন ৪৮ হাজার টাকা দিয়ে। গত বুধবার ভোররাতে ইসহাক সরদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। ইসহাক দৌলতদিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। তিনি বলেন, এই মৌসুমে এবারই প্রথম নদী থেকে এত বড় কাতলা মাছ জেলেদের জালে ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান কিনে নেন। ইসহাক সরদার বলেন, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যান। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে বেশ অনেক দিন বেকার বসেছিলেন তারা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামলেও ইলিশ মাছ ছাড়া আর তেমন কিছুই পাননি। বুধবার রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটের উজানে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় তারা জাল ফেলেন। আর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেথুরি এলাকায় গিয়ে জাল ওঠানো শুরু করেন। ভোররাত ৪টার দিকে মাছটি তুলে দৌলতদিয়া ফেরিঘাটে যান তিনি। মাছটির ওজন ২৪ কেজি। নদীতে বড় কাতলা মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। পরে তিনি শাহজাহান নামের এক মৎস্য আড়তদারের কাছে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। মূল্য পান ৩৪ হাজার ৮০০ টাকা।

আড়তদার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, ঢাকায় থাকা রিয়াদ চৌধুরী নামের শিপিং ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করে মাছটি ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করে দেন। এতে তিনি মাছটির দাম পান ৪৮ হাজার টাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, নদীতে এখন মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে ২৪ কেজি ওজনের কাতলা মাছ খুব বেশি ধরা পড়ে না। এটি অবশ্যই ভালো খবর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close