কূটনৈতিক প্রতিবেদক

  ১৬ অক্টোবর, ২০১৯

আরো ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

মিয়ানমারকে নতুন করে ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তালিকাটি হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইনের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে চতুর্থ দফায় ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। মিয়ানমার এই তালিকা যাচাই-বাছাই করবে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তু বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তুদের বোঝানো হয়ে থাকে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে মুক্তি পেতে প্রায় ৬ লাখ ৫৫ হাজার থেকে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তিন দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে ৩ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাছাড়া ভারতের হায়দ্রবাদের রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছে, ফলে মিয়ানমারের মতো তারাও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close