চট্টগ্রাম ব্যুরো

  ০৫ ডিসেম্বর, ২০১৮

সরকারের ধারাবাহিকতা থাকলে জনগণ সুফল পাবে

মেয়র আ জ ম নাছির

সরকারের ধারাবাহিকতা থাকলে জনগণ সুফল পাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান-২০১৮-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, সরকারের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তরুণ ভোটারদের আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মহাজোট সরকারকে নির্বাচিত করতে হবে। সরকারের ধারাবাহিকতা থাকলে এর সুফল জনগণের ঘরে

পৌঁছাবে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরকারের ধারাবাহিকতা ছিল বলে বিশ্বে তারা আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দীন। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল কবিরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদের প্রধান উপদেষ্টা কামাল হোসেন, নুরুল হক মনি, বেলাল উদ্দিন বেলাল, আনিসুল ইসলাম মাজিদ, ইমন সরকার, ইয়াছিন আরাফাত বাপ্পী, কামবার হোসেন, একরামুল কবির ইয়াম, শওকত ওসমান সজিব, শাহাদাত হোসেন ওমর, ওসামা বিন আব্বাসী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আমিরুল ফাহিম ও রিজোয়ানা আফরোজ।

উপস্থিত ছিলেন সিভিল ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান আব্দুল মান্নান হাওলাদার, ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, মেকানিক্যাল বিভাগীয় প্রধান স্বপন দত্ত, পাওয়ার বিভাগীয় প্রধান চন্দন কান্তি দাশ, কম্পিউটার বিভাগীয় প্রধান আবদুল সালাম, ইলেকট্রনিকস বিভাগীয় প্রধান স্বপন কুমার নাথ, এনভায়রন সেন্টাল বিভাগীয় প্রধান মো. সেলিম উদ্দিন, আরএস বিভাগীয় প্রধান মো. কামাল উদ্দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close