reporterঅনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট, ২০১৭

এবার নেইমারের বিরুদ্ধে মামলা

ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে মামলা করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। চুক্তিভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে বার্সা। এর মধ্যদিয়ে জমে উঠেছে ট্রান্সফার রেকর্ড গড়ে নেইমারের দলবদলের নতুন নাটক। বার্সার আইনি ব্যবস্থা নেওয়ায় নতুন ঝামেলায় পড়েছেন ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পেরিস সেন্ট জার্মেই- পিএসজিতে পাড়ি জমানো এই তারকা ফুটবলার। প্রসঙ্গত ন্যু ক্যাম্প ছাড়ার পর লয়ালিটি বোনাসবাবদ ২৬ মিলিয়ন ইউরো আটকে দেওয়ার ঘোষণা দিয়েছিল স্প্যানিশ ফুটবল পরাশক্তি। সেটি দাবি করে পাল্টাপাল্টি মামলা করবেন না তো নেইমার? সব মিলিয়ে সাবেক ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা এখন তিক্ততার পর্যায়েই চলে যাচ্ছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। গত বছর চুক্তি নবায়ন করে বোনাস হিসেবে পাওয়া ৮.৫ মিলিয়ন ইউরো (৮৫ লাখ ইউরো) ফেরত চায় বার্সা। সঙ্গে ১০ শতাংশ সুদ দাবি করছে তারা। এই ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে কাতালানরা। গত ১১ আগস্ট বার্সেলোনার শ্রম আদালতে মামলা করার কথাও জানিয়েছে স্পেনের ক্লাবটি। মামলার ফলে হয় নেইমারকে এই অর্থ পরিশোধ করতে হবে নতুবা পিএসজিকে দায়িত্ব নিতে হবে। ইতোমধ্যেই এক বিবৃতিতে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বার্সা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেইমার,মামলা,বার্সেলোনা,পিএসজি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist