reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০১৭

মেন্ডিসকে ফেরালেন তাসকিন

দলীয় ২১৬ রানের মাথায় সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। দুর্দান্ত একটি ক্যাচ নেন তাসকিন। তাসকিনের বলে মেন্ডিস জোরালো শট নেন। বল তাসকিনের হাতে লেগে উপরে উঠে যায়। তাসকিন পেছন ফিরে দেখেন বল হওয়ায় ভাসছে। দৌড়ে গিয়ে তালুবন্দি করেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৯.২ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে ২২৬।

বেপরোয়া মেন্ডিসের শতক

দারুন এক শতক উপহার দিলেন কুশাল মেন্ডিস। ১০২ বলে করলেন ১০০ রানের ঝড়ো ইনিংস। মূলত মেন্ডিসের ব্যাটেই বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলংকা।

নো বলে রান আউট থারাঙ্গা​

শুরুর ধাক্কা কুশল মেন্ডিসকে নিয়ে ভালোভাবেই সামাল দিয়েছিলেন লঙ্কান অধিনায়ক অধিনায়ক উপুল থারাঙ্গা। শেষ পর্যন্ত বাংলাদেশ দেখা পেল কাঙ্খিত ব্রেক থ্রুর। মুস্তাফিজের বলটি নো বল ছিল। কিন্তু নো বলে তো রানআউটে নিষেধ নেই। রিয়াদের সরাসরি থ্রো তে প্যাভিলিয়নে ফিরলেন অধিনায়ক থারাঙ্গা। ভাঙল দ্বিতীয় উইকেটে ১১১ রানের দুর্দান্ত এক জুটি। মেন্ডিসের নতুন সঙ্গী উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

থারাঙ্গা-মেন্ডিস জুটিতে বাড়ছে রান

তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। একটু একটু করে দলকে টানছেন উপুল থারাঙ্গা। সঙ্গী কুশল মেন্ডিস।

প্রথম আঘাত হানলেন মাশরাফি

প্রথম ম্যাচের অনেকটা পুনরাবৃত্তি ঘটালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বলে ইনিংসের শুরুতেই প্যাভিলিয়নে ফিরলেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা। তিনি আউট হওয়ার আগে ১১ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করেন। ম্যাশের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন তিনি। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারাল স্বাগতিকরা।

আগের ম্যাচে প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার নিলেন নিজের দ্বিতীয় ওভারে। শিকার সেই একই, দানুশকা গুনাতিলাকা।

আগের বলেই দারুণ এক স্ট্রেট ড্রাইভে চার মেরেছিলেন গুনাতিলাকা। পরের বলটি মাশরাফি করলেন স্লোয়ার শর্ট বল। বাঁহাতি গুনাতিলাকা পুল করে বল তুললেন আকাশে। ছুটেছিলেন তিনজন ফিল্ডার। শেষ পর্যন্ত কিপিং থেকে ফাইন লেগের দিকে অনেকটা দৌড়ে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নিলেন মুশফিক।

৯ রানে আউট গুনাতিলাকা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেন্ডিস,শতক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist