reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২৪

মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা সামনের সপ্তাহে। আগেই জানা ছিল, ফিফা উইন্ডোতে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে খেলবে দুটি প্রীতি ম্যাচ। যার প্রথমটি আগামী ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তবে প্রীতি ম্যাচে সালভাদরের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে। প্রীতি দুই ম্যাচে মাঠে নামার আগে দেশটির তারকা ফুটবলার মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিলো আগেই। অবশেষ সেই শঙ্কাই সত্য হলো। আসন্ন ম্যাচ দুটিতে মেসিকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। যদিও মেসির চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছে সংস্থাটি।

ইন্টার মিয়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলেতে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। এজন্য ম্যাচের ৫০তম মিনিটে তাকে তুলে নেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। এই চোটের কারণে ১৭ মার্চ ডিসি ইউনাইটেডর বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি।

প্রীতি ম্যাচে না খেললেও দলের সঙ্গে মেসির থাকার সম্ভাবনা প্রবল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। মেসির আগে আসন্ন ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন পাওলো দিবালা, এসেকিয়েল পালাসিওস ও মার্কোস সেনেসি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিওনেল মেসি,জেরার্ডো টাটা,আর্জেন্টিনা,ইনজুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close