reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

ঢাকা টেস্ট

২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে মাত্র ২৪ রান তুলতেই ৫ উইকেট হারালো বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদম বাজে হলো। পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বলে তেমন গতি ছিল না, ১২৮ কি.মি.। কিন্তু স্কিড করে ভেতরে ঢোকায় ব্যাট নামানোর সুযোগ পাননি জয়। আলগা শটে শূন্য রানে ফিরলেন এ ওপেনার। ১.৪ ওভারে চার বল মোকাবিলা করে শূন্যরানেই আউট হন আরেক ওপেনার তামিম ইকবাল। এএম ফার্নেন্দোর বলে তিনি ক্যাচ হন জয়বিক্রমার হাতে।

এরপর শান্তকে সঙ্গ দিতে ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যক্তিগত ৯ রানে তৃতীয় উইকেট হিসেবে তিনিও ফার্নান্দোর বলে আউট হন। মুমিনুল ক্যাচ হন ডিকওয়েলার হাতে। ব্যক্তিগত ৮ রানে রাজিথার বলে চতুর্থ উইকেট হিসেবে ফিরে যান শান্ত। এরপর সাকিব আল হাসানও রাজিথার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ফেরেন শূন্যরানে। মুশফিকুর রহীমের (১৪) সাথে এখন ব্যাট করছেন লিটন দাস (০)।

পাঁচদিন খেলা হলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ড্র হয় কমই। মিরপুরে ফলাফল আসে, কন্ডিশন, উইকেট সবই জানা মুমিনুল হকদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। তার আগে এটাই টাইগারদের জন্য জয়ে ফেরার সেরা সুযোগ। জয়ের ভালো সম্ভাবনা দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুলও।

সেই আশা নিয়ে সকাল ১০টায় ব্যাট হাতে নেমেই হতাশার সুর বাজল টাইগার শিবিরে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা টেস্ট,বাংলাদেশ-শ্রীলঙ্কা,ব্যাটিং বিপর্যয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close