reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২২

১২৪ রানেই গুঁটিয়ে গেলো ইংল্যান্ড, শেষ টেস্টেও বড় জয় অস্ট্রেলিয়ার

ছবি : ইন্টারনেট

প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন- এই তিন বোলারের হাত ধরে ওঠা হঠাৎ ঝড়ে উড়ে গেলো ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। যার ফলে ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে গেলো ইংলিশরা। মাত্র তিনিদিনেই ১৪৬ রানের বিশাল জয়ে অ্যাশেজ সিরিজে ইংলিশদের এক কথায় হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার ররি বার্নস এবং জ্যাক ক্রলি ছাড়া কেউ বিন্দুমাত্র লড়াই করতে পারেননি। কামিন্স, বোলান্ড এবং গ্রিন ৩টি করে উইকেট নেন। বার্নস ২৬ এবং ক্রলি ৩৬ রান করেন। ওপেনিং জুটিতে ৬৮ রান ওঠে। এর পর শুধুই ইংরেজ ব্যাটারদের ব্যর্থতা। দাউইদ মালান (১০), জো রুট (১১), বেন স্টোকস (৫), অলি পোপ (৫), স্যাম বিলিংসরা (১) কেউ রান পাননি।

৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে কেবল সিডনি টেস্ট ড্র করতে পেরেছিল জো রুটের দল। শেষ মুহূর্তে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন মিলে ড্র এনে দেয়ার ফলে সিরিজ ৫-০ হয়নি, হয়েছে ৪-০।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,অ্যাশেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close