reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২১

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিলেন টিম পেইন

টিম পেইন মাসখানেক আগে ঘাড়ের যন্ত্রণায় অ্যাশেজ খেলার নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন। অস্ত্রোপচার করান এবং আগামী ৮ ডিসেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু মাঠে নামার কয়েক সপ্তাহ আগে যৌন কেলেঙ্কারিতে অধিনায়কত্ব ছাড়েন। এর এক সপ্তাহ পর সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গেলেন উইকেটকিপার ব্যাটসম্যান।

মানসিক স্বাস্থ্যের কথা ভেবে পেইন ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে টিম পেইন জানান।

ব্রিসবেনে অ্যাশেজ টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাসমানিয়ার হয়ে ওয়ানডে কাপ ম্যাচ খেলার কথা ছিল পেইনের। কিন্তু সরে দাঁড়ালেন। ক্রিকেট তাসমানিয়া শুক্রবার এক বিবৃতি দেয়, গত ২৪ ঘণ্টা ধরে আলোচনা শেষে টিম পেইন ক্রিকেট তাসমানিয়াকে জানায়, অদূর ভবিষ্যতের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছুটি নিতে যাচ্ছেন। ক্রিকেট তাসমানিয়া তাকে এবং তার পরিবারকে পেশাগত ও ব্যক্তিগতভাবে মৌসুমজুড়ে সমর্থন দিয়ে যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিম পেইন,ক্রিকেট,যৌন কেলেঙ্কারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close