reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৯

বৃষ্টি থামলে বাংলাদেশের বিপদ!

বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি বন্ধ আছে। এই অবস্থায় খেলাটি যদি বাতিল হয়ে যায় তবে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে উল্টো বিপদও আছে। বৃষ্টি কঠিন পরিস্থিতির মুখেও ফলতে পারে টাইগারদের।

আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী স্থানীয় সময় ৩ টার বৃষ্টি থেমে যেতে পারে। আর তখন যদি মাঠ খেলার উপযোগী থাকে, তবেই বিপদ। কারণ তখন ম্যাচের দৈর্ঘ্য নেমে আসবে ২০ ওভারে। আর ডি/এল মেথডে ২০ ওভার বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ২০৩ রান। এই লক্ষ্য টপকানো কঠিনই হবে বাংলাদেশের জন্য।

এদিকে বৃষ্টির আগ পর্যন্ত ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১৩১ রান তুলেছে। তারা খেলেছেন ২০.১ ওভার।

এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে এর আগে যে ৬টি ফাইনাল খেলেছে বাংলাদেশ, প্রতিবারই মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এটা বাংলাদেশের সপ্তম ফাইনাল। মানে লাকি ফাইনাল। এই ‘লাকি ফাইনালে’ মাশরাফিরা সত্যিই সৌভাগ্যের ফুল ফোটাতে পারে কি না, সেটিই এখন দেখার।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি থামলে,বিপদ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close