reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৯

ম্যানসিটির ঘরে টানা দ্বিতীয় শিরোপা

মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে শুরুতে গোল পেলেও ম্যানসিটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সিটি জয় পায় ৪-১ গোলে। সেই সুবাদে টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগ নামকরণের পর এটি ম্যানসিটির চতুর্থ শিরোপা। আর সব মিলিয়ে ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এটি তাদের ষষ্ঠ শিরোপা জয়।

শিরোপা দৌড়ে লিভারপুল ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তাদের ছাড়িয়ে যেতে পারেনি। সাদিও মানের জোড়া গোলে শেষ ম্যাচে উলভসকে ২-০ গোলে হারায় লিভারপুল। কিন্তু ম্যানসিটি ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়ায় লিভারপুলের আর কিছুই করার ছিল না।

দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করতে হয়েছে জার্গেন ক্লণপের শিষ্যদের। মৌসুম শেষে ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট ৯৮ ও লিভারপুলের ৯৭। শিরোপা নির্ধারণী ম্যাচে সিটির হয়ে গোল করেছেন আগুয়েরো, লাপোর্তে, মাহারেজ ও গুনডোগান। ব্রাইটনের একমাত্র গোলটি করেছেন মারি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ম্যানসিটি,শিরোপা,ইংলিশ প্রিমিয়ার লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close