reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে নেই সাকিব

ফের ইনজুরিতে পড়লেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিং করার সময় আগের আঙুলেই আবারও চোট পান তিনি। যার কারণে আপাতত নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

গেল এক বছরে বেশিরভাগ সময়ই ইনজুরিতে কাটিয়েছেন সাকিব। চোটের ধকল সেরে কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। দারুণ ছন্দ নিয়ে আজ নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। ইনজুরি ‘অভিশাপ’ আবারও মাঠের বাইরে ঠেলে দিল সাকিব আল হাসানকে।

গতকাল ১১তম ওভারে থিসারা পেরেরার একটি শর্ট বল সাকিবের বাঁহাতের অনামিকায় আঘাত করে। ম্যাচ শেষে এক্সরে রিপোর্টে চিড় ধরা পরে। এই বিষয়ে বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ম্যাচের পরেই সাকিবের এক্সরে করানো হয় এবং আমরা নিশ্চিত হই যে, তার আঙুলে চিড় আছে। তার চোট সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ানডে সিরিজ,চোট,সাকিব আল হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close