reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৯

বিপিএলে পয়েন্ট টেবিলে কে কোথায়?

মাঝপথ পেরিয়ে শেষভাগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। ঢাকা-সিলেট-ঢাকা হয়ে এবার বিপিএল চট্টগ্রামে। শুক্রবার দুপুরে মাঠে গড়াবে এ অংশ। এর আগে চলুন দেখে নিই-পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

দলে নেই কোনো বড় বিদেশি তারকা। তবুও জয়রথ ছুটছে চিটাগং ভাইকিংসের। রীতিমতো উড়ছে মুশফিকুর রহিমের দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভাইকিংসরা। এ অবস্থায় চট্টগ্রাম অংশে খেলতে নামবে তারা।

টেবিলের দ্বিতীয় স্থানে আছে ক’জন বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে গড়া ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে এখানে অবস্থান করছে রাজধানীর দলটি। ডায়নামাইটসদের সমান ম্যাচ খেলে সমানসংখ্যক হার-জিত নিয়ে তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারকাখচিত দল নিয়েও মূলত রান রেটের বিচারে সাকিবদের চেয়ে পিছিয়ে ইমরুলরা।

দলে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসদের মতো তারকা থাকলেও সেরাটা দিতে পারছে না রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪টি করে জয়-পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উত্তরবঙ্গের দলটি।

সেই অর্থে রাজশাহী কিংসে নেই কোনো তারকা ক্রিকেটার। আনকোরা দল নিয়েও সমানসংখ্যক ম্যাচ খেলে একই সমান হার-জিতের মুখ দেখেছে বরেন্দ্রভূমির দলটি। তবে রান রেটের ব্যবধানে রংপুরের চেয়ে পিছিয়ে পঞ্চম স্থানে ঠাঁয় হয়েছে কিংসদের।

বরাবরের চেয়ে এবার শক্তিশালী দল গড়েছিল খুলনা টাইটানস। তবে সর্বোচ্চটা দিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। পয়েন্ট টেবিলে একেবারে নাজুক অবস্থা তাদের। ৯ ম্যাচে ৭ হারেরে বিপরীতে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা।

এবার সবচেয়ে ভালো দল গড়েছিল সিলেট সিক্সার্স। যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্রিকেটার ছিল। তবে সেরাটা দিতে পারেনি তারা। ফলে ৮ ম্যাচে ৬ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার তলানিতে চায়ের দেশের দলটি। মূলত রান রেটে পিছিয়ে থাকায় এ অবস্থান।

দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট রান রেট

চিটাগং ভাইকিংস ৭ ৬ ১ ১২ ০.৩৩৯

ঢাকা ডায়নামাইটস ৮ ৫ ৩ ১০ ১.৩৬১

কুমিল্লা ভিক্টোরিয়ানস ৮ ৫ ৩ ১০ -০.০৩৭

রংপুর রাইডার্স ৮ ৪ ৪ ৮ ০.২৬৪

রাজশাহী কিংস ৮ ৪ ৪ ৮ -০.৩৪৯

খুলনা টাইটানস ৯ ২ ৭ ৪ -০.৬৫৩

সিলেট সিক্সার্স ৮ ২ ৬ ৪ -০.৮৪২

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,পয়েন্ট টেবিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close