reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৯

আজ হারলেই বিদায় মাহমুদউল্লাহদের!

টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফিরা

আজ হারলেও সব শেষ হয়তো বলা যাবে না। কাগজে-কলমে খুলনা টাইটানসের এরপরও সুযোগ থাকবে বিপিএলে। কিন্তু প্রথম ৭ ম্যাচের ৬টিতেই হেরে বসা খুলনা ভালোভাবেই জানে, আজ হারলেই কার্যত বিপিএলকে বিদায় জানিয়ে দিতে হবে তাদের। রংপুর রাইডার্সের অবস্থাও খুব একটা ভালো নয়। ৭ ম্যাচে ৩ জয়ে প্লে অফের অবস্থানের বাইরে আছে তারা। আজ রংপুর-খুলনা ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রংপুর।

জুনায়েদ সিদ্দিকের দুর্দান্ত ফর্মের পরও টপ অর্ডারে ভালো জুটি পাচ্ছে না খুলনা। নিয়মিতই তাই একাদশে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। আজও তিনটি পরিবর্তন নিয়ে দল নামিয়েছে তারা। ওদিকে গত ম্যাচেই দুর্দান্তভাবে রান তাড়া করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মাশরাফিরা। দলের টপ অর্ডারে চার বিদেশির অবস্থান দলটিকে হঠাৎ করেই ভয়ংকর করে তুলেছে। তাই একাদশে কোনো পরিবর্তন আনেনি তার।

রংপুর রাইডার্স : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও সোহাগ গাজী।

খুলনা টাইটানস : জুনায়েদ সিদ্দিক, আল আমিন, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশীষ রয় ও ইয়াসির শাহ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close