reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৯

মাশরাফির বোলিং তোপে হারলো কুমিল্লা

বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে কুমিল্লার বিপক্ষে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি যেন ঝলসে উঠলেন। তিনি এবারের আসরের অন্যতম সেরা দল কুমিল্লার ইনিংসের শুরুটা শুধু নাড়িয়ে দেননি ভিত্তি তুলে এনেছেন। ফলে ৬৩ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারায় রংপুর রাইডার্স। ৫ বলে ১ রান করে গেইলের বিদায়ের পর অবশ্য আর কোনও উইকেট হারায়নি রংপুর। কুমিল্লার দেয়া ৬৩ রান টপকাতে রংপুরকে খেলতে হয় ১২ ওভার। মেহেদী মারুফ করেন ৩৯ বলে ৩৬ রান, রিলে রুশো করেন ২৮ বলে ২০ রান।

সন্ধ্যায় শের ই বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ানস অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফিকে।

শুরুতেই মাশরাফি কুমিল্লার টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানের উইকেট তুলে নেন। শুরুতে ফিরিয়েছেন তামিম ইকবালকে। এরপর ইমরুল কায়েসকে ক্যাচে পরিণত করেন রাইডার্স অধিনায়ক। একটু পরই ওপেনার এভিন লুইসকে ক্যাচে পরিণত করেন ক্যাপ্টেন ফ্যান্টাসি।

এরপর তুলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভ স্মিথকে। কুমিল্লা ততক্ষণে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে। প্রতিপক্ষের ৫ উইকেটের ৪ টিই নেন মাশরাফি। তার ৪ ওভারে তিনি দেন মাত্র ১১ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ রান করেন আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলে ম্যাচ জেতানো শাহীন আফ্রিদি। তিনি ২৫ রান করেন। আর কেউ ১০ রানের কোটা যেতে পারেননি।

রংপুরের এই বোলিং তোপে মাত্র ১৬.২ ওভারে অলআউট হয়ে যায় কুমিল্লা। রংপুরের হয়ে নাজমুল ইসলাম দখলে নেন ৩টি উইকেট। এছাড়া কুমিল্লার ২ উইকেট তুলে নেন শাফিউল ইসলাম। এদিকে, আজকের ম্যচে ৯ উইকেটের বিশাল জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর রাইডার্স,কুমিল্লা ভিক্টোরিয়ানস,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close