reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৯

বিপিএলে কে এই ক্রিকেটার?

ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ মানেই বিশ্বক্রিকেটের এক মিলনমেলা। একই দলে খেলে থাকেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। ব্যতিক্রম নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে অংশ নিয়ে থাকেন বিশ্বের সব দেশের ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় এবারের ষষ্ঠ আসরে থাকবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল, পাকিস্তান সুপারস্টার শহিদ আফ্রিদি, অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ, প্রোটিয়া বিস্ফোরক এবি ডি ভিলিয়ার্স ছাড়াও রয়েছে অনেক মাঠ কাঁপানো তারকা। অংশগ্রহণকারী ৭টি দলের খেলোয়াড় তালিকা দেখলে চোখে পড়বে বিভিন্ন দেশের প্রিয় সব ক্রিকেটারের নাম।

তবে হঠাৎ চোখ আটকে যাবে একটি নামের উপর। খুলনা টাইটান্স দলের বিদেশি খেলোয়াড় তালিকায় আলী খান নামের ক্রিকেটার কোন দেশের, ব্যাটসম্যান নাকি বোলার তা নিয়ে কিছুক্ষণ ভাবতে হবে পাঠকদের। ক্রিকেট দুনিয়ার এই অখ্যাত এই ক্রিকেটার ক্রিকেটের জন্য অখ্যাত দেশ আমেরিকা তথা যুক্তরাষ্ট্র থেকে আগত।

এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে কোনো ক্রিকেটার অংশ নিচ্ছে বিপিএলে। বাংলাদেশের জন্য আলী খানের অভিজ্ঞতা প্রথম হলেও ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে তার পদচারণা প্রথম নয়। সদ্য সমাপ্ত বছরে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে (সিপিএল)। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত টি-টেন লিগে খেলেছেন বেঙ্গল টাইগারসের হয়ে। মূলত সিপিএলেই আলী খানের বোলিং চোখে পরে খুলনা টাইটান্স কর্তৃপক্ষের। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শাহরুখ খানের দলকে শিরোপা এনে দিতে বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৮ বছর বয়সী এই বোলার।

এবার ঘণ্টায় ১৪০ কিমি তে বল করতে পারা এই বোলার খুলনা টাইটান্সের হয়ে খেলার সময় সঙ্গী হিসেবে পাবেন লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্রেথওয়েটদের মতো বোলারদের। আর নিজেকে শানিয়ে নিতে গুরু হয়ে দীক্ষা পাবেন খুলনার কোচ শ্রীলঙ্কার কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনের কাছ থেকে।

এই অখ্যাত ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে পেয়ে বেশ রোমাঞ্চিতই দেখা গেল জয়াবর্ধনেকে। গেল বৃহস্পতিবার দলটির অনুশীলনের সময় এই লঙ্কান বলেন, আলী খানকে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত। লাসিথ মালিঙ্গার সঙ্গে একত্রে তাকেও পাওয়াটা দলের জন্য ভালো হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা টাইটান্স,আলী খান,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close