রিহাব মাহমুদ

  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

পাকিস্তান বধ, ফাইনালে বাংলাদেশ

একটি স্বপ্নের জয় দেখলো বাঙালি জাতি। পাকিস্তানকে নাস্তানাবুদ করে এশিয়া কাপের ফাইনালে উঠে গেলো টাইগাররা। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্জা। মুশফিক- মিথুনের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে।

জবাবে ২৪০ রানের টার্টে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজ ও মিরাজের বিধ্বংসী বোলিংয়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পাকিস্তানের শোয়েব মালিক ও ইমাম উল হক প্রতিরোধ গড়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ইমাম উল হক সরোচ্চ ৮২ রান করলেও টার্টে পৌঁছাতে পারেনি পাকিস্তান। ৫০ ওভারে ২০২ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশ জয় পায় ৩৭ রানে। মুস্তাফিজ নেন ৪ উইকেট।

শুক্রবার দুবাইতে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,বধ,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close