reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৮

হোয়াইটওয়াশ টাইগাররা

তিন দিনেই শেষ হলো জ্যামাইকা টেস্ট। ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডারের আগুনে বোলিংয়ে ১৬৬ রানে হারল বাংলাদেশ। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট শিকার করেছেন জ্যাসন হোল্ডার। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। অ্যান্টিগায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল ক্যারিবীয়রা।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জ্যাসন হোল্ডার ৬টি, শ্যানন গ্যাব্রিয়েল ১টি, কিমো পল ১টি ও রস্টন চেজ ২টি করে উইকেট শিকার করেন।

কিংস্টনের স্যাবাইনা পার্কে গত বৃহস্পতিবার শুরু হয় ম্যাচটি। প্রথম দিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে, ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা তাদের প্রথম ইনিংসে ৩৫৪ রান করে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৪৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল। শনিবার তারা আবার ব্যাট করতে নামে। সাকিব-মিরাজদের ঘূর্ণি জাদুতে দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা ২০৫ রানের লিডে ছিল। তাই জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩৩৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় দিনের দ্বিতীয় সেশনে। দ্বিতীয় সেশনেই ব্যাট করতে নামে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় দুই রানে জ্যাসন হোল্ডারের বলে এলবিডব্লিউ হন তামিম ইকবাল। কোনো রান না করেই তিনি ফিরে যান। দলের রান যখন ৪০ তখন কিমো পলের বলে শাই হোপের হাতে ধরা পড়েন লিটন দাস। তিনি করেন ৩৩ রান।

দলীয় ৫২ রানে রস্টন চেজের বেল এলবিডব্লিউ হন মুমিনুল হক। তিন উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে দলীয় ৬৭ রানে রস্টন চেজের বলে শাই হোপের হাতে ক্যাচ হন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ৫৪ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ৩২তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকুর রহিমকে ও তৃতীয় বলে নুরুল হাসান সোহানকে ফেরান জ্যাসন হোল্ডার। দলীয় ১৩৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে ডেভন স্মিথের হাতে ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৬২ রানে জ্যাসন হোল্ডারের বলে বোল্ড হন সাকিব আল হাসান। ফেরার আগে ৫৪ রান করেন টাইগার অধিনায়ক। টেস্টে এটি তার ২৩তম অর্ধশত।

৪২তম ওভারে বোলিংয়ে আসেন জ্যাসন হোল্ডার। ওভারের প্রথম বলে কামরুল ইসলাম রাব্বীকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ওভারের শেষ বলে আবু জায়েদ রাহিকে বোল্ড করেন ক্যারিবীয় অধিনায়ক।

ফল : ১৬৬ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৩৫৪ (১১২ ওভার)

(ক্রেইগ ব্র্যাথওয়েট ১১০, ডেভন স্মিথ ২, কাইরান পাওয়েল ২৯, শাই হোপ ২৯, শিমরন হেটমায়ার ৮৬, রস্টন রেজ ২০, শেন ডাউরিচ ৬, জ্যাসন হোল্ডার ৩৩*, কিমো পল ০, মিগুয়েল কামিন্স ০, শ্যানন গ্যাব্রিয়েল ১২; আবু জায়েদ রাহি ৩/৩৮, সাকিব আল হাসান ০/৬০, মেহেদী হাসান মিরাজ ৫/৯৩, তাইজুল ইসলাম ২/৮২, কামরুল ইসলাম রাব্বী ০/৩৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/২০)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪৯ (৪৬.১ ওভার)

(তামিম ইকবাল ৪৭, লিটন দাস ১২, মুমিনুল হক ০, সাকিব আল হাসান ৩২, মাহমুদউল্লাহ রিয়াদ ০, মুশফিকুর রহিম ২৪, নুরুল হাসান সোহান ০, মেহেদী হাসান মিরাজ ৩, তাইজুল ইসলাম ১৮, কামরুল ইসলাম রাব্বী ০*, আবু জায়েদ রাহি ০; শ্যানন গ্যাব্রিয়েল ২/১৯, কিমো পল ২/২৫, মিগুয়েল কামিন্স ১/৩৪, জ্যাসন হোল্ডার ৫/৪৪, রস্টন চেজ ০/২২)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ১২৯ (৪৫ ওভার)

(ক্রেইগ ব্র্যাথওয়েট ৮, ডেভন স্মিথ ১৬, কিমো পল ১৩, কাইরান পাওয়েল ১৮, শাই হোপ ৪, শিমরন হেটমায়ার ১৮, রস্টন চেজ ৩২, শেন ডাউরিচ ১২*, জ্যাসন হোল্ডার ১, মিগুয়েল কামিন্স ১, শ্যানন গ্যাব্রিয়েল ০; আবু জায়েদ রাহি ১/২১, মেহেদী হাসান মিরাজ ২/৪৫, কামরুল ইসলাম রাব্বী ০/৩, সাকিব আল হাসান ৬/৩৩, তাইজুল ইসলাম ১/২৪)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৬৮ (৪২ ওভার)

(তামিম ইকবাল ০, লিটন দাস ৩৩, মুমিনুল হক ১৫, সাকিব আল হাসান ৫৪, মাহমুদউল্লাহ রিয়াদ ৪, মুশফিকুর রহিম ৩১, নুরুল হাসান সোহান ০, মেহেদী হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৩*, কামরুল ইসলাম রাব্বী ০, আবু জায়েদ রাহি ০, আবু জায়েদ রাহি; জ্যাসন হোল্ডার ৬/৫৯, শ্যানন গ্যাব্রিয়েল ১/২৯, কিমো পল ১/৩৪, মিগুয়েল কামিন্স ০/২০, রস্টন চেজ ২/২০)।

প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যান্ড সিরিজ : জ্যাসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হোয়াইটওয়াশ,জ্যামাইকা টেস্ট,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist