reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০১৮

জয়ের আশায় বাংলাদেশ

পরশু শ্রীলঙ্কার মাটিতে শুরু হয়েছে তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফি। কিন্তু বাংলাদেশের জন্য আসর শুরু হচ্ছে আজ থেকে। এদিন সন্ধ্যায় প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। যারা হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। মঙ্গলবার কলম্বোতে পাঁচ উইকেটে রোহিত শর্মার ভারতকে হারিয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বাংলাদেশ ক্রিকেট দল এখন কঠিন সময়ই পার করছে। হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছে টাইগাররা। একটা জয়ই পারে লাল-সবুজ জার্সিধারীদের আত্মবিশ্বাস ফেরাতে। এজন্য নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই সুযোগটা পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় সারির ভারত দলকে আজ মোকাবিলা করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অবশ্য প্রতিপক্ষের কয়েকজন সেরা খেলোয়াড় বিশ্রাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রায় দুই মাসের সফরের ধকল কাটাতে। কিন্তু বাংলাদেশের প্রধান অস্ত্র সাকিব আল হাসান নেই ইনজুরি কারণে। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের চোট এখনো ভোগাচ্ছে তাকে। পুরো সিরিজে তার খেলার সম্ভাবনা কমই।

ওয়ানডেতে প্রায় বড় দল হয়ে উঠলেও টি-টোয়েন্টিতে এখনো নিজেদের প্রতিষ্ঠিত করতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে আইসিসির সব দলের বিপক্ষে জয়ের বৃত্ত পূরণ করলেও কুড়ি ওভারের ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই উল্টো। আর হতাশার খবর এই যে ক্ষুদ্রাকৃতির ফরমেটে কখনোই ভারতকে হারাতে পারেনি টাইগাররা। কখনো পারবে না বলে যে আজও যে বাংলাদেশ পারবে না তাও কিন্তু নয়। এই ফরমেটে যে অনিশ্চয়তার ঠাসাঠাসি।

শেষবার ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ভারতীয়দের সঙ্গে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি টাইগাররা। সেই তুলনায় আজ অপেক্ষাকৃত দুর্বল দলকে পাচ্ছেন মাহমুুদউল্লাহ বাহিনী। তবে কোহলি-ধোনিরা না থাকলেও ভারতের এই দলটাকে যথেষ্ঠ সমীহ করছে বাংলাদেশ। দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ তো বলেই দিয়েছেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। তাদের রিজার্ভ বেঞ্চেও অনেক ভালো মানের ক্রিকেটার আছে।’

তবে মাহমুদউল্লাহ যাই বলুন না কেন আজ কলম্বোতে ভারতকে হারানোর সম্ভাব্য সেরা সুযোগটাই পাচ্ছে বাংলাদেশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিদাহাস ট্রফি,বাংলাদেশ ক্রিকেট দল,টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist