ক্রীড়া ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০১৮

ফের তিন ভুবনের রাজা সাকিব

ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের চোটে এখনো কাতরাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে কাল থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে দর্শক হয়েই থাকবেন কিন্তু। এমন দুঃস্মৃতির মধ্যেও একটা সুখবর পেলেন সাকিব। আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন তিনি। ফলে ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বের সব অলরাউন্ডারকে নেতৃত্ব দেওয়ার আসনটা পুনরুদ্ধার হয়েছে সাকিবের।

ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হলেও সাকিব ছিলেন উজ্জ্বল নক্ষত্রের নাম। প্রথম দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। পরেরটাতেও সেরার স্বীকৃতির দাবিদার ছিলেন তিনি। ফাইনালে অবশ্য অপ্রত্যাশিত চোটের কারণে ব্যাট করতে পারেননি সাকিব। বোলিংও করেছিলেন মাত্র ৫ ওভার। সবমিলিয়ে তিন জাতির টুর্নামেন্টে ১৬৩ রানের পাশাপাশি সাকিব শিকার করেছেন ৯টি উইকেট। ব্যাট-বলে দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে আবার ওয়ানডেতে শীর্ষে ফিরেছেন সাকিব। তাকে জায়গা দিতে গিয়ে দুইয়ে নেমে গেছেন মোহাম্মদ হাফিজ।

পাকিস্তানি অলরাউন্ডারের সঙ্গে সাকিবের ব্যবধানটাও পরিষ্কার। ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে। ২১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে নেমেছেন হাফিজ। শুধু অলরাউন্ডার হিসেবে নয় র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। তিন ধাপ এগিয়ে ত্রিশ নম্বরে উঠে এসেছেন। তবে ত্রিদেশীয় সিরিজে তিনটি অর্ধশতক হাঁকানো তামিম ইকবালের কোনো উন্নতি হয়নি। বরং ১৬ নম্বর জায়গাটা ধরে রেখেছেন দেশ সেরা ওপেনার।

অবশ্য বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথেষ্ট এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১২ ধাপ এগিয়ে উনিশ নম্বরে চলে এসেছেন টাইগার বাঁহাতি পেসার। ৫৮ নম্বরে চলে আসা বাংলাদেশের আরেক পেসার রুবেলের অগ্রগতি হয়েছে। বোলার সাকিব আছেন পুরনো ঠিকানা কুড়িতে। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অবশ্য বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে পরিবর্তন চোখে পড়ার মতোই। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান নাকানি-চুবানি খাওয়ার পর পেসার হাসান আলি এক থেকে পাঁচে নেমে গেছেন। দুই ধাপ এগিয়ে দুইয়ে চেেল এসেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। শীর্ষস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী লেগ স্পিনার ইমরান তাহির।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব আল হাসান,র‌্যাঙ্কিংয়ে শীর্ষ,অলরাউন্ডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist