reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০২৩

গুগলের 'পিক্সেল ফোল্ড' আসছে

ছবি : সংগৃহীত

গুগলের স্মার্ট ডিভাইস ব্র্যান্ড পিক্সেলও ফোল্ড তথা ভাঁজযোগ্য ফোন আনছে। এ বছরের মাঝামাঝিতে আসতে পারে ‘পিক্সেল ফোল্ড’।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উন্মোচিত হতে পারে ডিভাইসটি। ফোনটিতে থাকতে পারে ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের সামনের দিকের ডিসপ্লে হবে ৫ দশমিক ৭৯ ইঞ্চি। ভেতরে থাকবে ৭ দশমিক ৬৯ ইঞ্চি ভাঁজযোগ্য স্ক্রিন। থাকতে পারে গুগলের টেনসর চিপ।

মূলত ভাঁজযোগ্য ফোনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ডিভাইস বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। সেই স্যামসাংই গুগল পিক্সেল ফোল্ডের ডিসপ্লে তৈরি করছে।

কালো, গাঢ় ধূসর ও সাদা রঙে পাওয়া যেতে পারে ডিভাইসটি। দাম হতে পারে ১ হাজার ৮০০ ডলারের মধ্যে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিক্সেল ফোল্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close