reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০২২

ত্বক নিজে থেকেই ক্ষত সারাতে সক্ষম

রোবটের দেহে মানুষের মতো টিস্যু

ছবি : সংগৃহীত।

প্রযুক্তির দিক থেকে এগিয়ে জাপানি বিজ্ঞানীরা। এবারে টোকিয়োর এক দল বিজ্ঞানী আবিষ্কার করলেন এমন এক প্রযুক্তি যাতে রোবটের দেহে গজিয়ে উঠেছে মানুষের মতো ‘টিস্যু’।

শুধু তাই নয়, এই টিস্যু ও তৎসংলগ্ন ত্বক নিজে থেকেই সারিয়ে ফেলতে পারে ক্ষত!

সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক পত্রিকা দ্যা সাইন্টিস্টে প্রকাশ পেয়েছে টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানীর এই গবেষণার কথা।

বিজ্ঞানীরা জানান, বায়ো-হাইব্রিড নামক একটি পদ্ধতিতে তারা তৈরি করেছেন অবিকল মানুষের মতো টিস্যু ও ত্বক। এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে এক ধরনের হালকা কোলাজেন ম্যাট্রিক্স বা হাইড্রোজেল। এই উপাদানটির ভিতর ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামক কোষের বিস্তার ঘটানো হয়।

বিজ্ঞানীদের এই দলটির প্রধান শোজি টাকেউজি জানান, এই ধরনের টিস্যু অবিকল মানুষের মতো, তাই চিকিৎসা শাস্ত্রে এই ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের টিস্যু ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ ও ত্বকও গড়ে তুলতে চান। সূত্র দ্যা সাইন্টিস্ট, আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞানী,আবিষ্কার,জাপান,টিস্যু,রোবট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close