reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০২১

গুগল মিট ওয়েবে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড

গুগল মিটের ওয়েব সংস্করণে আসছে ভিডিও ব্যাকগ্রাউন্ড সুবিধা। এর আগে মিটের জন্য অক্টোবরে ডিফল্ট এবং কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিল গুগল। আপাতত ভিডিও ব্যাকগ্রাউন্ড সুবিধা শুধু ওয়েব সংস্করণে এলেও, আগামীতে মোবাইল ব্যবহারকারীরাও পাবেন এটি।

গুগল মিট ওয়েব ইউআই-এ প্রথমবারের মতো ভিডিও ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ঘোষণা দেয়া হয়েছিল। এবার সে ঘোষণাই বাস্তবায়িত হচ্ছে। শুরুতে ভিডিও ব্যাকগ্রাউন্ডে তিনটি অপশন থাকছে : শ্রেণিকক্ষ, পার্টি এবং বনাঞ্চল। আরও মিট ভিডিও ব্যাকগ্রাউন্ড সামনে আসবে বলেও জানিয়েছে গুগল। খবর ৯টু৫গুগলের।

৩০ জুন প্রথমে ওয়েবে আসবে ভিডিও ব্যাকগ্রাউন্ড। তবে, এটি পেতে হলে অবশ্যই গুগল ক্রোমের সংস্করণ ৮৭ থাকতে হবে। বাই-ডিফল্ট গুগল ওয়ার্কস্পেসের এডুকেশন অ্যাকাউন্টে ভিডিও ব্যাকগ্রাউন্ড বন্ধ থাকবে। এ ছাড়া সব প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ব্যবহারকারীরা ফিচারটির সুবিধা পাবেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভিডিও ব্যাকগ্রাউন্ড,গুগল মিট ওয়েব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close