রাজবাড়ী প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

রাজবাড়ী-২

প্রচারে বাধা-হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ছবি: প্রতিদিনের সংবাদ

প্রচারে বাধা, ভয়ভীতি প্রদর্শনসহ নানাবিধ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের দিকে রাজবাড়ী শহরে স্থানীয় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন করেন নুরে আলম সিদ্দিকী হক।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক অভিযোগ করে বলেন, প্রার্থী হওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। প্রথমে প্রার্থীতা বাতিল করা হলেও পরে আপিলে ফিরে পাই। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এসময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভয়ভীতি ও হুমকি-ধমকিতে ভয় পাবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফলে আমি আশাবাদী ৭ জানুয়ারি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর মানুষ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,হুমকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close