কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০২৪

কুষ্টিয়া-৪ 

প্রার্থী ৮ জন হলেও মূল লড়াই নৌকা ও স্বতন্ত্রের

ছবি: প্রতিদিনের সংবাদ

নির্বাচনী প্রচারণা জমে উঠছে কুষ্টিয়া-৪ আসনে। শেষ মুহূর্তে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নিজ প্রতীকে ভোট পেতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। তবে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। শেষ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান করতে পারবেন তারা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ভোট চাচ্ছেন নৌকা মার্কায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এ আসনে একজন স্বতন্ত্রসহ তৃণমূল বিএনপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ আওয়ামী লীগের মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ভোটার রয়েছেন ৩,৯৬,৫৯৭ জন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,কুমারখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close