reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

শেখ কামালের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া চরিত্র প্রকাশ পায়। এছাড়া ভোলায় সহিংসতার ঘটনায় বিএনপির ঘাতক চেহারা প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ আগস্ট) শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। নির্বাচনকে সামনে রেখে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা। তবে সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

এর আগে সকালে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আ.লীগ,শেখ কামালের জন্মদিন,বনানী,শ্রদ্ধা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close