রংপুর ব্যুরো

  ২৭ নভেম্বর, ২০১৮

রংপুর ৬ আসনে স্পিকার ও প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল

স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র রংপুর-৬ আসনে জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।

গণমাধ্যমকর্মীদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করলাম। এখানে আমার ব্যক্তিগত কোনও বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে এ আসনে কে নির্বাচন করবে। দলের সিদ্ধান্তই চুড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে নির্বাচন করবে।

এদিকে, মনোনয়নপত্র দাখিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় রওশন আরা ওয়াহেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগঞ্জ পৌর মেয়র থানজিবুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন পিন্টু, আজিজুর রহমান রাঙ্গা, মোনায়েম সরকারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়রা উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,স্পিকার,প্রধানমন্ত্রী,মনোনয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close