reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে

চট্টগ্রাম কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়েছেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুর আড়াইটার পর নেতারা সমাবেশস্থলে যোগ দেন।

শনিবার দুপুরে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এই জনসভার কার্যক্রম শুরু হয়। সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এ সময় নেতাকর্মীদের জাতীয় পতাকার পাশাপাশি খালেদা জিয়ার আলোকচিত্র সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এর আগে সকাল ১০টায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম পৌঁছান। এর পর তারা হজরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করেন।

বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ জনসভার প্রধান অতিথি গণফোরাম সভাপতি কামাল হোসেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ জনসভার প্রধান বক্তা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন, গোলাম আকবর খন্দকার, আবুল খায়ের ভুঁইয়া, ফরহাদ হালিম ডোনার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ জোটের নেতৃবৃন্দ সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

জনসভার প্রথম বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপির নেতা বেলায়েত হোসেন ও নাজিম উদ্দিন।

এদিকে সমাবেশে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্ত বেঁধে দিয়েছে পুলিশ।শর্ত অনুযায়ী, এই জনসভা শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে। এই কর্মসূচি ঘিরে নগরীর বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে এটি দ্বিতীয় সমাবেশ। এর আগে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করে এই জোট।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঐক্যফ্রন্ট,সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close