reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৪

সংসদ নির্বাচনে আ.লীগের বিজয়

শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষে অভিনন্দন জানান।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চারবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানান রাষ্ট্রদূত। তিনি জানান, চীনা নেতারা শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব অব্যাহত রাখবেন এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরো গভীর করবেন।

ইয়াও জানান, চীন ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্ক এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে চীন সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুদেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীর হয়েছে।

রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব সময় পাশে থাকবে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় ভূমিকা রাখবে চীন। বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে চীন সব রকম সহায়তা করবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,শেখ হাসিনা,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close