reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২২

তিন সপ্তাহ পর করোনায় মৃত্যু, শনাক্ত ৮৭৩  

ছবি : সংগৃহীত।

তিন সপ্তাহ পর সারাদেশে করোনায় আবারও একজনের মৃত্যুর কথা জানাল সরকার। একই সঙ্গে ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তের খবর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২০ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ ছাড়িয়ে গেছে। আগের দিন রবিবারও এই হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

আর কোভিডে দেশে সর্বশেষ মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল গত ৩০ জন। এর পর থেকে কোভিডে আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,শনাক্ত,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close