reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৮

‘টাকা দিলেই অনেক সাংবাদিক পাওয়া যায়’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী এম ডি আদম তমিজি হক বলেছেন, টাকা দিলেই অনেক সাংবাদিক পাওয়া যায়।

ঢাকার বেকারি পণ্যের ব্র্যান্ড হক-এর মূল প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি। শনিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন ফরম কিনতে গিয়ে সাংবাদিকদের সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

তমিজি হক ছাড়াও পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলাম ও সাবেক সাংসদ ডা. এইচ বিএম ইকবালসহ আটজন এদিন মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন।

আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরে উপ-নির্বাচনের আলোচনা উঠলে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুলকে অনেক জায়গায় জনসংযোগ করতে দেখা যায়, যা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এ সময় আদম তমিজিও বিভিন্ন জায়গায় গেলেও তা সংবাদমাধ্যমের দৃষ্টি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি।

সকালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ছবি তোলার জন্য তমিজির দিকে ক্যামেরা ধরেন আলোকচিত্রীরা। তখন সাংবাদিকদের উদ্দেশে তিনি ব‌লেন, “আগে আপনারা কোথায় ছিলেন? আজ আমি যখন নমিনেশন ফরম নিতে এসেছি তখন আপনাদের আমার দিকে নজর পড়েছে? এতদিন তো আপনারা সবাই আতিকুল ইসলামের পিছনে ছুটেছেন।

“আজ যখন বুঝেছেন আমি মেয়র হতে যাচ্ছি, তখন আপনারা আমার পিছু নিয়েছেন। টাকা দিলেই অনেক সাংবাদিক পাওয়া যায়, সাংবাদিকের অভাব হয় না।”

এই কথার পর আর তমিজির ছবি তোলেননি অনেক আলোকচিত্রী। তিনি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে গেলেও তার বক্তব্য নিতে যাননি কোনো প্রতিবেদক।

তমিজির কথায় ক্ষোভ প্রকাশ করে একজন ফটোসাংবাদিক বলেন, “এ রকম মানুষ মেয়র হবে কীভাবে যার কথাবার্তায় কোনো শালীনতা নেই?”

বিকালে তমিজিকে ফোন করা হলে তিনি বলেন, “আমার গলায় ব্যথা ভাই, বলেন কী জানতে চান।”

তখন সাংবাদিকদের সম্পর্কে এই মন্তব্যের কারণ জানতে চাইলে মোবাইলের লাইন কেটে দেন। পরে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও আর ফোন ধরেননি তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাকা,সাংবাদিক,আদম তমিজি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist