reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৪

নিজেই বানিয়ে নিন লাউ পাতার ভর্তা

ছবি : সংগৃহীত

লাউ আমদের দেশের একটি স্বাস্থ্যকর, জনপ্রিয় সবজি। এতে রয়েছে ভিটামিন সি, বি, কে, এ, ই ইত্যাদি। লাউ এমন একটি সবজি যার খোসা থেকে শুরু করে পাতা, ডগা সবই খাওয়া যায়। এর নানারকম রান্না সবাই কম বেশি খেয়েছেন। তবে লাউ পাতার ভর্তা হয়তো সবাই খাননি। তাই আমাদের আজকের আয়োজন লাউ পাতার ভর্তা। এটি খেতে খুবই মুখরোচক। চলুন তাহলে এই মজাদার রেসিপিটি দেখে নিই।

উপকরণ

লাউ পাতা- দুই পিস

পেঁয়াজকুচি- আধা কাপ

কাঁচা মরিচ- পাঁচটা

সয়াবিন তেল- এক টেবিল চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইয়ে লাউ পাতা, তেল, পেঁয়াজকুচি,কাঁচা মরিচ,ধনেপাতা,লবণ সব দিয়ে ভেজে নিন। ভালো করে ভাজা হলে এবার সব মিহি করে বেটে নিন। এবার পরিবেশন করুন পছন্দ মতো গরম গরম ভাতের সঙ্গে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাউ পাতার ভর্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close