reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০২২

বাচ্চা স্কুলে যেতে না চাইলে কী করবেন

ফাইল ছবি

অনেক বাচ্চা আছে যারা স্কুলে যেতে চায় না। এ নিয়ে অভিভাবকরা চিন্তায় পড়ে যান। এ কারণে অনেকে বাচ্চাকে গালাগালি এবং মারধর করেন। এতে হিতে বিপরীত ঘটে। বাচ্চা স্কুলে না যাওয়ার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে।

বাচ্চা স্কুলে যেতে না চাইলে অভিভাবকের যা করা দরকার :

১.চিন্তা না করে অভিভাবকের উচিৎ এর পেছনের কারণ খুঁজে বের করা।

২.বাচ্চাকে জোর করে স্কুলে না পাঠিয়ে তাকে একটু সময় দিন। তার সঙ্গে বন্ধুর মত মিশুন।

৩.শিক্ষক ভীতি কিংবা সহপাঠীদের সঙ্গে ঝগড়ার কারণে স্কুলের প্রতি অনিহা কী না সেসব বিষয় জোনার চেষ্টা করুন।

৪.নিজে সমস্যার কারণ বের করতে না পারলে বিশেষজ্ঞদের পরামর্শ নেন।

৫.স্কুলে যেতে না চাইলে তাকে দোষারোপ করবেন না।

৬.তাকে স্কুলে যেতে উৎসাহ দেন। তার কথা মন দিয়ে শুনুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কুল,শিক্ষক,অভিভাবক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close