reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২২

নিয়ম মেনে সুগন্ধি লাগালে তা হবে আরও দীর্ঘস্থায়ী

শীতকালের তুলনায় গরমকালে সুগন্ধির কদর বেড়ে যায়। এ সময় ফুটপাত থেকে বড় বড় শপিং মলে সুগন্ধির বিক্রিও বেড়ে যায়। সুগন্ধি ঠিক মতো ব্যবহার না করলে এর ফল পাওয়া যায় না।

সুগন্ধি দীর্ঘস্থায়ী রাখতে কিছু নিয়ম মেনে ব্যবহার করুন

১। সুগন্ধির তীব্রতা ভেদে সর্বোচ্চ তিন থেকে চার বার সুগন্ধি মাখুন। তার বেশি মাখলে গন্ধ উগ্র হয়ে যেতে পারে।

২। দেহের যে যে অঙ্গে হৃদ্‌স্পন্দন অনুভূত হয় সেই অঙ্গগুলিকে ‘পালস পয়েন্ট বলে। এই স্থানগুলোতে সুগন্ধি লাগালে তা দীর্ঘস্থায়ী হয়। কাজেই সুগন্ধি লাগানোর আদর্শ স্থল হতে পারে কব্জি, গলার তলা, কানের পিছন, হাঁটুর উল্টো দিক কিংবা বাহুর ভাঁজ।

৩। সুগন্ধি ছড়ানোর সময়ে, ত্বকের থেকে পাঁচ-সাত ইঞ্চির দূরত্ব বজায় রাখুন, এতে সঠিক পরিমাণ সুগন্ধি সঠিক অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে।

৪. অনেকেই জামা কাপড়ে মেখে নেন সুগন্ধি। এতে সুগন্ধির সঠিক ফল পাওয়া যায় না, বরং দাগ পড়ে যেতে পারে জামা কাপড়ে। তাই কাপড়ে না লাগিয়ে গায়ে লাগাতে পারেন সুগন্ধি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুগন্ধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close