reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২২

কাজের ফাঁকে জুম মিটিং, নিজেকে পরিপাটি রাখবেন যেভাবে

মহামারিতে যোগাযোগের ধরন পাল্টে গেছে। আগে যেখানে উপস্থিত হয়ে বেশির ভাগ কাজ করতে হতো এখন অনলাইনে সেসব করা সম্ভব। বাড়ি থেকে অধিকাংশ মানুষ অফিসের কাজ করছে। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও কলে জয়েন করে জরুরি কাজ সারতে হচ্ছে। মিটিং মানেই নিজেকে ফিটফাট রাখা ভীষণ জরুরি। মিটিংয়ে ভাল পোশাকের পাশাপাশি ঠিকমতো মেক-আপ করারও দরকার আছে।

নিজেকে পরিপাটি রাখতে যেভাবে মেক-আপ করবেন

) প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মেক-আপ ভাল করে বসবে। মেক-আপ করার আগে একটু বরফও ঘষে নিতে পারেন মুখে। এতে ত্বক ভালো থাকে এবং মেক-আপ করতে সহজ হয়।

)এরপর হালকা করে ফাউন্ডেশন লাগান। বিশেষ করে ত্বকে যেখানে কালো দাগ আছে এবং চোখের নীচের অংশে ভাল করে ফাউন্ডেশন লাগিয়ে নিন।

) বার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের উপর, গাল, কপাল চোখের নীচে লাগান। তবে খেয়াল রাখবেন মুখ যেন অতিরিক্ত সাদা না হয়ে যায়। ত্বকে কোনও জায়গায় দাগ-ছোপ থাকলে সেই জায়গায় কন্সিলার ব্যবহার করুন। হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন।

) চোখের নীচে হালকা করে কাজল লাগান। আইলাইনার না পরলেও চলে। প্রয়োজনে মাস্কারা লাগাতে পারেন।

) ঠোঁটের মেক-আপটা সুন্দর করে করুন। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরে এঁকে নিন। তার পর পছন্দের লিপস্টিক লাগান।

) চেহারার সঙ্গে মানানসই লাগে এমনভাবে চুল বেঁধে নিন। খেয়াল রাখবেন মিটিং সময়ে যেন চোখে-মুখে চুল না আসে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অফিস,জুম মিটিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close