reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৮

বাম চোখের পাতা লাফায় কেন?

এক সময় দাদি-নানীরা বিভিন্ন রূপকথার গল্প শোনাতেন। এসব গল্পে শোনা যেত, রানীর বাম চোখ কাঁপলে অশুভ সংকেত হিসেবে ধরা হতো। আর ওদিকে রণক্ষেত্রে রাজা নিহত হয়। যার জন্য মুরব্বিরা বলে থাকেন বাম চোখ কাঁপা নাকি খারাপ কোনো ঘটনার সংকেত পাওয়া।

আবার অনেকে মনে করেন, ডান চোখের পাতা কাঁপলে নাকি সুখবর আসে। আগেকার দিনের লোকেরা এসব কিছু অন্ধের মতো বিশ্বাস করতেন। আজকের এই আধুনিক সমাজেও তা দূর হয়নি।

তবে চিকিৎসাশাস্ত্র মতে, চোখের পাতা কাঁপা এক ধরনের রোগ। রোগটির নাম মায়োকিমিয়া। যার ফলে চোখের পাতা লাফায়। কিংবা অনেক সময় চোখে ধুলাবালি পড়লেও লাফাতে পারে। সেই সঙ্গে চোখে বাতাসের চাপের কারণেও চোখের পাতা লাফাতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা।

মূলত পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। দুই-একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চোখের পাতা,বাম চোখের পাতা,চোখের পাতা লাফানো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close