reporterঅনলাইন ডেস্ক
  ২২ ডিসেম্বর, ২০২৪

হত্যা মামলায় সাদপন্থি নেতা মুয়াজ তিন দিনের রিমান্ডে

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে হামলায় তাবলিগ জামাতের তিন মুসল্লি নিহতের ঘটনায় দিল্লির মাওলানা সাদ কান্ধলবীর অনুসারী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাংলাদেশের সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে পুলিশ। তিনি ইজতেমা মাঠের তিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি। এই হত্যাকাণ্ডের উসকানিদাতা হিসেবে তাকে চিহ্নিত করেছেন বিরোধীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close