নিজস্ব প্রতিবেদক

  ২৭ নভেম্বর, ২০২২

চার্জগঠনের শুনানি ২২ জানুয়ারি  

ছবি: সংগৃহীত

ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির বিরুদ্ধে দায়ের হওয়া জালিয়াতি মামলার চার্জগঠনে শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। এই মামলার আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ভাইস প্রেসিডেন্ট আবদুুল্লাহ আল মামুন ওরফে আকাশ।

রবিবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা চাঁন্দা এ আদেশ দেন। এদিন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। আকাশের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও এই মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ই-ভ্যালির ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, উর্ধ্বতন কর্মকর্তা নাসির আহমেদ ও বাইক বিভাগের কর্মকর্তা সাকিব রহমানের সঠিক ঠিকানা পাওয়া যায়নি। যে কারণে নাম অভিযোগপত্র থেকে বাদ দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ই-কমার্স,চার্জগঠন,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close