reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৮

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

রিট আবেদনে পরীক্ষা বাতিল চেয়ে পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি ওই ভর্তি পরীক্ষা কেন অবৈধ ঘোষণা করা হবে না— সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।

রিট আবেদনে শিক্ষা সচিব, ঢাবি ভিসি ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

ঢাবির ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পেয়েছিল।

প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও পরীক্ষা বাতিল না করে ফল প্রকাশ করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,রিট,ঘ ইউনিট,ভর্তি পরীক্ষা বাতিল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close