reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ডিসেম্বর, ২০১৭

ভারতে ৬ মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসির দাবি

ভারতে একজন নেতৃস্থানীয় নারী অধিকারকর্মী বাতী মালিওয়াল বলেছেন, যারা শিশু ধর্ষণ করেছে, তাদের অপরাধ সংঘটনের ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়া উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে তিনি এ আবেদন করেছেন বলে জানান মিজ মালিওয়াল। দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে এক বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচ বছর পূর্তিতে তিনি এই আহ্বান জানান। এ ঘটনা ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভের জন্ম দেয়।

কমিশন ফর উইমেন নামে ভারতে নারীদের নিরাপত্তা বিষয়ে নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, গত পাঁচ বছরে কিছুই বদলায়নি। দিল্লি এখনো ধর্ষণের রাজধানী। গত মাসেই দেড় বছরের এক শিশুকে পাশবিকভাবে গণধর্ষণ করা হয়েছে, আরেকটি গণধর্ষণ হয়েছে সাত বছরের মেয়ের ওপর। এ ছাড়াও একটি দেড় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তিনি বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়সী মেয়ে এবং ছয়জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হচ্ছেন।

জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের কারণে ভারতে এ সংক্রান্ত আইনগুোর সংস্কার করা হয়েছে, বিচার দুত করা এবং পুলিশকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগগুলো আরো গুরুত্বের সাথে নেবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, বলেন বিবিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের সম্পাদক জিল ম্যাকগিভারিং ।

এ ব্যাপারে সচেতনতা বেড়েছে, ঘটনা রিপোর্ট করাও বেড়েছে। কিন্তু স্বাতী মালিওয়ালের কথায়, এতে সমস্যার সমাধান হয়নি। তিনি বলেন, জ্যোতি সিংএর মা এখনো বিচার পাননি। কারণ, দোষী ব্যক্তিদের এখনো ফাঁসি হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাতী মালিওয়াল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist