reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

রক্ত দিলেন ১৬ হাজার পুলিশ

রক্ত সংকট দূর করতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিম বাংলায় গত এক সপ্তাহে ১৬ হাজারেরও বেশি পুলিশ সদগস্য স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। আজ রোববার স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে। শনিবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র উদ্ধৃতি দিয়ে কলকাতার স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় ১৬ হাজার পুলিশ সদস্য রক্ত দিয়েছে। এতে ১০ জুন নাগাদ প্রায় ৫০ হাজার বোতল রক্ত পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানান, রক্ত দানকারী স্বেচ্ছাসেবকের অপ্রতুলতার পাশাপাশি সংগৃহীত রক্তের মেয়াদ উত্তীর্ণ হয়ে এই রক্ত সংকট সৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রক্ত সংকট কাটাতে তার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পার্টির কর্মী ও রাজ্যের অন্যান্য সরকারি কর্মীও রক্ত দেবেন। ভারতের মোট জনসংখ্যা ১২৫ কোটি হওয়া সত্ত্বেও ৩০ লাখ ইউনিট রক্ত সংকটে রয়েছে। দেশটির যে কটি রাজ্যে তীব্র রক্ত সংকট রয়েছে পশ্চিম বাংলা তাদের অন্যতম।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশ,রক্ত দিলেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist