reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০২৪

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাতে এই হামলা হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ‘মিসগাফ আম’ নামক একটি ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এদিকে ইরান যদি রকেট হামলা চালিয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

শনিবার আইডিএফের মুখপাত্র আর-এডিএম ড্যানিয়েল হাগারি এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ইরানের হামলার মোকাবিলা করতে তৈরি ইসরায়েল। হামাস, হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে ইরান।

হাগারির দাবি, ইরানের মদতেই ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হামাস, হিজবুল্লাহ। ইরান সরকারিভাবে সন্ত্রাসবাদে মদত দেয়। ইরানের জন্যই পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close